July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 4th, 2025, 12:33 pm

ইসরায়েলের বোমায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

 

ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। এবার ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের শিকার হলেন আরও এক ফুটবলার। মুহান্নাদ আল-লেলে নামের এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।

জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তার (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের শহীদের সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছেন ২৬৫ জন ফুটবলার।

মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন।