গাজা সিটিতে বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবেইদা নিহত হয়েছেন। শনিবার আল-রিমাল এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর এই খবর প্রকাশ্যে এসেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযানের জন্য সেনাবাহিনী (আইডিএফ) ও নিরাপত্তা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি হামলার সুনির্দিষ্ট সময় বা অবস্থান জানাননি।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, শিন বেট ও সামরিক গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতেই আবু ওবেইদার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। ওই সূত্রেই অভিযান পরিচালিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পাঁচটি ক্ষেপণাস্ত্র একই সঙ্গে দুটি দিক থেকে ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আঘাত হানে। ওই ফ্ল্যাট আগে এক ডেন্টিস্টের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো।
প্রায় ৪০ বছর বয়সী আবু ওবেইদা দীর্ঘদিন ধরেই মুখ ঢেকে ভিডিও বার্তার মাধ্যমে হামাসের প্রচারণা চালিয়ে আসছিলেন। আল-কাসসাম ব্রিগেডের হয়ে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিতেন এবং হামাস সমর্থকদের কাছে এক রকম প্রতীকে পরিণত হয়েছিলেন।
গত শুক্রবার দেওয়া তার শেষ ভাষণে তিনি গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সতর্ক করেছিলেন এবং বন্দী ইসরায়েলিদের ভবিষ্যৎ নিয়ে হুমকি দিয়েছিলেন।
রোববার রাতে (৩১ আগস্ট) বিবিসি জানিয়েছে, হামাস এখনো আনুষ্ঠানিকভাবে আবু ওবেইদার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তবে ফিলিস্তিনি পক্ষ দাবি করছে, ওই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
নির্যানতন থেকে বাঁচতে ছাত্রদল নেতার স্ত্রীর আকুতি, তারেক রহমানের কাছে চাইলেন নিরাপত্তা