December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 3rd, 2021, 1:00 pm

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ

ইসরায়েলের একাদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হার্জগ। তিনি সাত বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রেউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর এই পদে নির্বাচিত হয়েছেন হার্জগ।

গোপন ভোটাভুটিতে হার্জগ পেয়েছেন ৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ মিরিয়াম পেরেটজ পেয়েছেন ২৭ ভোট। পেরেটজ জয়ী হতে পারলে তিনি হতেন ইসরায়েলের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

আগামী মাসে বিদায়ী প্রেসিডেন্ট রেউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হবেন হার্জগ। ৯ জুলাই থেকে তার সাত বছর মেয়াদি দায়িত্ব শুরু হবে।

প্রেসিডেন্ট নির্বাচিত করায় আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। হার্জগ বলেন, আমি সবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবো।

আইজ্যাক হার্জগ সাবেক প্রেসিডেন্ট চাইম হার্জগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তার বাবা।