সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ টেবিল টেনিস দল। বৃহস্পতিবার মিশ্র দ্বৈত ইভেন্টে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে উঠে রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।
রিয়াদের কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত টেবিল টেনিসের মিশ্র দ্বৈত সেমিফাইনালে বাংলাদেশের জুটি জাভেদ আহমেদ ও খৈ খৈ মারমা দুর্দান্ত খেলায় ৩-১ সেটে হারিয়েছে মালদ্বীপকে। এতে তারা ফাইনালে জায়গা করে নেয় এবং নিশ্চিত করে রৌপ্য পদক।
এর আগে বুধবার সেমিফাইনালে ওঠার মাধ্যমে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল তারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক। জয় পেলে প্রথমবারের মতো ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে স্বর্ণপদক পাবে বাংলাদেশ।
জাভেদ ও খৈ খৈ মারমা জুটি প্রি-কোয়ার্টার ফাইনালে গায়ানাকে ৩-২ সেটে এবং কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে সেমিতে পৌঁছায়।
এর আগে এই গেমসে বাংলাদেশ পেয়েছে তিনটি ব্রোঞ্জ পদক—সবগুলোই ভারোত্তোলনে। ৫৩ কেজি ওজন শ্রেণিতে তিনটি পদকই জয় করেছেন মারজিয়া আক্তার ইকরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’