Thursday, January 1st, 2026, 2:54 pm

ইসলামি শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: উপদেষ্টা

 

দেশে ইসলামি শিক্ষা বিস্তারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়েও কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করা হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি গ্রহণ করছে। দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া তিনি জানান, ইমাম, আলেম এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকার স্কলারশিপ প্রদান করবে। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ