April 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 9th, 2025, 4:54 pm

ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে-গভর্নর

 

গভর্নর বলেন, আামদের একটি বড় ও ছোট ছোট অনেকগুলো ইসলামী ব্যাংক আছে; যেগুলো সমস্যায় জর্জরিত। আমরা এগুলোর অনেকগুলো একীভূত করতে যাচ্ছি। একে অপরের সঙ্গে প্রতিযোগিতার জন্য সম্ভবত দুটি বড় ইসলামী ব্যাংক তৈরি করা হবে।

দেশে বর্তমানে ইসলামী ধারার ১০টি ব্যাংক রয়েছে। এর মধ্যে অনেকগুলোই বেশ দুর্বল ও সমস্যায় জর্জরিত। সেগুলোকে একীভূত করে বৃহৎ দুটি ইসলামী ব্যাংক তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে দুদিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১০ম বার্ষিক ব্যাংকিং কনফারেন্স (এবিসি) নামে এ সম্মেলনের আয়োজন করেছে বিআইবিএম। সম্মেলনের গণমাধ্যম সহযোগী দৈনিক বণিক বার্তা।

সম্মেলনে গভর্নর বলেন, আামদের একটি বড় ও ছোট ছোট অনেকগুলো ইসলামী ব্যাংক আছে; যেগুলো সমস্যায় জর্জরিত। আমরা এগুলোর অনেকগুলো একীভূত করতে যাচ্ছি। একে অপরের সঙ্গে প্রতিযোগিতার জন্য সম্ভবত দুটি বড় ইসলামী ব্যাংক তৈরি করা হবে।

আমাদের যথাযথ ইসলামী ব্যাংকিং নিয়ন্ত্রণ কাঠামোও নেই বলে উল্লেখ করে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকিং আইনের মধ্যে কিছু শূন্যতা আছে। আমরা সেগুলো ঠিক করার কাজ করছি। তিনি আরো বলেন, আমরা কিছু কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছি এবং সঠিক পর্ষদ পেতে আরো পরিবর্তন করে যাচ্ছি। কোনো ব্যাংকের পর্ষদ যদি সঠিকভাবে কাজ না করে, আমানতকারীদের স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের অধিকার আছে সেখানে হস্তক্ষেপ করার। আমরা তা করছি এবং করে যাব। এটি চলমান প্রক্রিয়া।

আহসান এইচ মনসুর বলেন, প্রথম ধাপে আমরা ১১টি ব্যাংকে হস্তক্ষেপ করেছি। গত কয়েক সপ্তাহে আরো দুটি ব্যাংকে হস্তক্ষেপ করা হয়েছে। আমরা অন্তত একটি ব্যাংককে দেখেছি, চাপে পড়ে তারা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করছে। আমরা একে স্বাগত জানাই।

সব ধরনের ব্যাংকের জন্য একক নিয়ন্ত্রণ কাঠামো থাকবে বলেও জানান গভর্নর। তিনি বলেন, ব্যাংক কোম্পানি অ্যাক্ট নিয়ে আমরা কাজ করছি। সরকারি-বেসরকারি ব্যাংকের জন্য দুই ধরনেই বিধিমালা নয়, বরং সব ধরনের ব্যাংকের জন্য আমাদের একটি নিয়ন্ত্রণ কাঠামো থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকারসহ অনেকে।