January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 23rd, 2023, 8:14 pm

ইসলামের জন্য অভিনয় ছাড়লেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের অভিনেত্রী আনুম ফায়াজ ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অভিনয় ছেড়েছেন। এখন থেকে আর কোনো সিনেমা বা নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডেইলি পাকিস্তানের খবর, কিছু দিন ধরে আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। এবার এক বার্তায় তিনি জানিয়েছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।