অনলাইন ডেস্ক :
এ আর রহমানের অনেক ভক্তই হয়তো জানেন না যে ক্যারিয়ারের শুরুতে তার নাম ছিল দিলীপ কুমার। নব্বইয়ের দশকের শুরুতে এ আর রহমান এবং তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম বদলে রাখেন আল্লারাখা রহমান। সুরকার জানালেন, ধর্ম পরিবর্তন তাকে দিয়েছিল মানসিক শান্তি। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে এ আর রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভিতরে কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।’ নিজে ইসলাম গ্রহণ করলেও, পরিবারের কারও উপর তা জোর করে চাপিয়ে দেননি তিনি।
অস্কারজয়ী সুরকারের কথায়, ‘কারও ওপর কিছু জোর করে চাপিয়ে দেয়া যায় না। আপনি কি সন্তানকে বলতে পারবেন, ইতিহাস পড়ো না, সেটা বোরিং। অর্থনীতি বা বিজ্ঞান নিয়েই পড়তে হবে। এটা যেমন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তেমন ধর্মও।’ তিনি আরও বলেন, ‘আমার যেমন মনে হয় আমি নামাজ আদায় করি তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না। অন্য ধর্মের লোকেদেরও সেরকমই কিছু বিশ্বাস আছে। এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয় মানসিক শান্তিটা থাকাই সবচেয়ে বেশি দরকার।’ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল