January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 21st, 2024, 7:52 pm

ইসির খসড়া তালিকায় বর্তমান ভোটার ১২.১৭ কোটির বেশি

নির্বাচন কমিশন (ইসি) আজ রবিবার (২১ জানুয়ারি) জানিয়েছে, সর্বশেষ খসড়া হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে।

ইসির সহকারী পরিচালক আশাদুল হক জানান, হালনাগাদ ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন এবং নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কমিশন এ বছর তা করতে পারেনি।

দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এই তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি, মৃত, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

—-ইউএনবি