নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন করেছে। এতে প্রতীক তালিকার ১০২ নম্বর স্থানে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, “উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নতুন উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর অধীনে স্থগিত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে একটি প্রতীক বরাদ্দ করা যাবে।”
এই সিদ্ধান্তের মাধ্যমে ইসির প্রতীক তালিকায় মোট ১০২টি প্রতীক অন্তর্ভুক্ত হলো।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা, নজর রাখছে ভারত
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান