নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার (৭ ডিসেম্বর) সভায় বসতে যাচ্ছে। ওই সভার পর যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এরই মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে, আর সে লক্ষ্যেই ইসি প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে তফসিলেই নির্ধারিত থাকবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ।
এনএনবাংলা/

আরও পড়ুন
পরীক্ষা দিতে কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন
আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ: মাইকেল মিলার
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬৩১, নিখোঁজ আরও ৫০০