March 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 12th, 2025, 2:41 pm

ইসি কর্মকর্তারা এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। অর্থাৎ বর্তমান সরকারও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এনআইডি রাখতে চায় না বলে এই উদ্যোগ নিতে যাচ্ছে। সরকারের এমন উদ্যোগের বিরোধিতা করে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা।

ইসি কর্মকর্তারা জানান, এনআইডি নিয়ে সরকারের উদ্যোগের বিরুদ্ধে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। কমিশন আমাদের দাবি আমলে নিয়ে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের চিঠির পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এজন্য আমরা কর্মসূচিতে যাচ্ছি।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) আমরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ইসির সামনে মানববন্ধন করবো। কালকের মানববন্ধনের পরও যদি সরকারের টনক না নড়ে তাহলে আমরা কর্ম বিরতিতে যাব। এনআইডির সেবা বন্ধ করে দেওয়া হবে। আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানাচ্ছি।

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে গত ৩ মার্চ।