রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে সংলাপ শুরু করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোমবার বিকাল ৪টায় বঙ্গভবনে জাতীয় পার্টির আট সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এ সংলাপে যোগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জ্যৈষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ,সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের চিফ হুইপ ও দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছর মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে।
ইসির ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল রয়েছে। কিন্তু জাতীয় সংসদে মাত্র ৯টি দলের প্রতিনিধিত্ব রয়েছে।
এ দলগুলো হলো-বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও জাতীয় পার্টি (জেপি)।
—-ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
ইসলামে সম্মানিত মাস রজব