বর্তমান নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন, তাদের দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১৯ অক্টোবর) সকালে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিগত সময়ে যেসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো কোন নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়েছে—তা স্পষ্ট নয়। মনে হচ্ছে নির্বাচন কমিশন যেন মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো স্বেচ্ছাচারী আচরণ করছে। আমি বলছি না যে তাদের ইচ্ছা এমন, তবে তাদের আচরণে সেই রকম প্রবণতা স্পষ্ট।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “নির্বাচন কমিশন আইনগত ভিত্তিতে নয়, বরং স্বেচ্ছাচারীভাবে সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না তারা আইনি কাঠামোর মধ্যে থেকে কাজ করবে, ততক্ষণ এসব সিদ্ধান্ত আমাদের কাছে চাপিয়ে দেওয়া বলেই মনে হবে। মনে হচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য কারও হাতে।”
প্রতিনিধি দলে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।
প্রধান নির্বাচন কমিশনার অনুপস্থিত থাকায় তারা কমিশনের সচিবের সঙ্গেই বৈঠক করেন। জানা গেছে, প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর আজই শেষ দিন। শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকা এনসিপিকে বিকল্প প্রতীক নিতে বলেছিল নির্বাচন কমিশন। এ বিষয়েই আলোচনার জন্য আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।
এনএনবাংলা/
আরও পড়ুন
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল
জুলাই সনদে স্বাক্ষর করলো গণফোরাম
‘বিমানবন্দরের আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ’