পরবর্তী সাধারণ নির্বাচনে ৩০০টি নির্বাচনী এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত নির্বাচন ভবনে ইসি সংলাপে আ.লীগ এই প্রস্তাব দেয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সভায় অংশ নেন।
কাদের তাঁর দলের বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করে বলেন, ‘আমরা মন থেকে ইভিএমের ব্যবহার চাই। দলের পক্ষে আমরা ৩০০টি নির্বাচনী এলাকায় ইভিএমের ব্যবহার চাই।’
আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতামত চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ফারুক খান, ড. হাসান মাহমুদ, সাহবুদ্দীন, আব্দুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ড. সেলিম মাহমুদ, শামসুর নাহার চাঁপা এবং সাঈম খান।
নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল সংলাপে অংশ নেয়। নয়টি দল সেখানে অংশ নেয় নি এবং অন্য দুটি দল সময় চেয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব
যুক্তরাজ্যের বিমানবন্দরে মা খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার