অনলাইন ডেস্ক :
অনুষ্ঠিত হয়ে গেল আরটিভির আয়োজনে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘ইয়ং স্টার’-এর গ্র্যান্ড ফিনালে। এবার প্রথম আসরে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরেছেন ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা। মঙ্গলবার রাতে আরটিভিতে প্রচারিত হয়েছে গ্র্যান্ড ফিনালের পর্বটি। ইপা পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন তিন লাখ টাকা। প্রথম রানারআপ রওনক জাহান রাইসা। তিনি পেয়েছেন দুই লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পূজা শীল। তিনি পেয়েছেন এক লাখ টাকা। আর এর মাধ্যমেই জনপ্রিয় এই রিয়েলিটি শো’র পর্দা নামলো। ২৭ জানুয়ারি তেজগাঁওয়ে অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়। হাজার হাজার প্রতিযোগীদের পেছনে ফেলে উঠে আসা সেরা ছয় প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। সেরা ছয়জন প্রতিযোগীর সঙ্গে দ্বৈত গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন-আগুন, এস আই টুটুল, তপু, পিন্টু ঘোষ, কাজী শুভ ও ঝিলিক। ইয়ং স্টারে মোট ৫হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরে বিচারকরা যাচাই বাছাই করে মোট ১৫০ জনকে আমন্ত্রণ জানান মূল প্রতিযোগিতায়। ইয়ং স্টার-এর প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শী। গ্র্যান্ড ফিনালেতে তাদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন খুরশীদ আলম, শওকত আলী ইমন, এস আই টুটুল, শান্তা ইসলাম, আজিজুল হাকিম প্রমুখ।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব