January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 15th, 2024, 9:14 pm

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল

ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। বেশ কয়েকদিন আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুকো মানুষ। তবে শুক্রবার থেকে ছুটি শুরু হওয়ায় এ সংখ্যা বাড়তে থাকে। শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

স্টেশনের প্লাটফর্মে ঠাসাঠাসি যাত্রী। কোনো রকমে ট্রেনে ওঠার প্রাণান্ত চেষ্টা। প্রচণ্ড ভিড়ের কারণে কেউ কেউ জানালা দিয়ে উঠছিল।

এমন পরিস্থিতিতে সবেচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে নারী ও শিশুরা।

কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কাজ করছে, তবে ভ্রমণকারীদের বাড়তি চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

—–ইউএনবি