আসন্ন ঈদুল আজহায় ১ কোটি ৩০ লাখ গবাদিপশুর যোগান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
তিনি বলেন, ‘আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। কোনো ধরনের গবাদিপশুর ঘাটতি নেই।’
রবিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘গতবার (গত কোরবানি) আমাদের ১ কোটি ২৫ লাখ গবাদি পশুর আমদানি ছিল। এর মধ্যে অবিক্রিত ছিল ১৯ লাখ। এবার কোরবানির সময় ১ কোটি ৩০ লাখের বেশি গবাদিপশুর ব্যবস্থা রাখা হয়েছে।’
প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, ‘উৎসবের দিন সামনে আসছে, সুবিধাবাদী গোষ্ঠী ও মতলববাজরা পুরো ব্যাপারটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মধ্যস্বত্বভোগীদের যে বাড়াবাড়ি বিষয়ে অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। গবাদিপশুর বাজার যাতে স্থিতিশীল থাকে। দাম যাতে মানুষ ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেই বিষয়ে প্রস্তুতিমূলকভাবে খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি।’
মন্ত্রী বলেন, ‘আমরা তাদের (খামারি) আশ্বস্ত করেছি গবাদিপশু আমদানি করার কোনো কারণ নেই। গরু আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আমাদের দেশে উৎপাদিত গবাদিপশুই যথেষ্ট। কোনো অপ্রতুলতা নেই। আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা সবই ঠিক আছে।’
বাজার যাতে অস্থিতিশীল না হয়, সে বিষয়েও আয়োজন ও প্রস্তুতি আছে বলে জানান মো. আব্দুর রহমান।
কোরবানির পশু গাড়িতে চাঁদাবাজি বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ বিষয়ে কোরবানির আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে যাতে পথে-ঘাটে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা যায়।
—-ইউএনবি

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা
সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকরা বলছেন ‘টাইম উইন্ডো’ পর্যবেক্ষণ চলছে