January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 3rd, 2024, 7:49 pm

ঈদুল আজহার পর নতুন সময়সূচিতে চলবে অফিস

ফাইল ছবি

দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। এটি কার্যকর হবে আসন্ন ঈদুল আজহার পর।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন সিদ্ধান্তের আলোকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করা হলো। এর আগে ২০১৫ সালের ১৫ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

—ইউএনবি