মুসলিমদের অন্যতম বৃহত্তম উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে বিবির বাজার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি কার্যক্রম ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে।
রবিবার (২৫ জুন) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিবির বাজার স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাল জানান, ঈদের ছুটিতে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।
তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আন্তঃসীমান্ত যাতায়াত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩ জুলাই থেকে বিবির বাজার স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
‘মব’ তৈরি করে মারধর, চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতার পদ স্থগিত