মুসলিমদের অন্যতম বৃহত্তম উৎসব ঈদ-উল-আযহা উপলক্ষে বিবির বাজার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রপ্তানি-আমদানি কার্যক্রম ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে।
রবিবার (২৫ জুন) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিবির বাজার স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাল জানান, ঈদের ছুটিতে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।
তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আন্তঃসীমান্ত যাতায়াত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩ জুলাই থেকে বিবির বাজার স্থলবন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাপক হট্টগোলোর মাঝে আদালতে অসুস্থ তৌহিদ আফ্রিদি, পাঁচ দিনের রিমান্ড
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩