July 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:07 pm

ঈদের আগেই সুখবর দিলেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। এরমধ্যে শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। যেটি তার দর্শকদের জন্য বাড়তি সুখবর। সোমবার দুপুরে শাহরিয়ার নাজিম জয়ের ‘স্বর্গে’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেক আগে জয় ভাইকে নায়ক হিসেবে পেয়েছিলাম। তার নির্মাণে ‘প্রিয় কমলা’ সিনেমায় কাজ করেছি। আবার তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’ তে অতিথি হয়েও এসেছিলাম আমি। অপু বিশ্বাস বলেন, অনুষ্ঠান শেষে আমাকে জয় ভাই গল্প শোনান। প্ল্যানিং ও গল্প শুনে ভালো লাগে আমার। পরে আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আমার প্রতি আস্থা রেখে যেসব প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে সিনেমায় নেন, আমি সবসময় চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার। শাহরিয়ার নাজিম জয় ‘স্বর্গে’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন। মে মাসের মাঝামাঝি এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।