January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 10th, 2024, 8:10 pm

ঈদের আগে শিল্প এলাকায় ১৪, ১৫ ও ১৬ জুন ব্যাংক খোলা: বাংলাদেশ ব্যাংক

আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

ঈদের আগে শুক্র ও শনিবার (১৪, ১৫ জুন) সাপ্তাহিক ছুটি এবং রবিবার ঈদের জন্য টানা তিন দিন ছুটি। এই সময় ব্যাংক বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জে অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগামী ১৪ থেকে ১৬ জুন সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

এছাড়া পোশাক শ্রমিক ও প্রাপ্ত রপ্তানি বিল পরিশোধের সুবিধার্থে চট্টগ্রাম মহানগরী ও শিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

—–ইউএনবি