দেশে বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ঈদের ছুটি পালনের সময় নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ২৩ এপ্রিল (রবিবার)দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত 72 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, এর মধ্যে রয়েছে জাপানিজ ইকোনমিক জোন, আড়াইহাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুরাপাড়া, বরপা, তারাবো এবং পেরাবো, সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি। সামিট পাওয়ার আরইবি (মাধবদী) এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ।
এসময় আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার ভোক্তারা। ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিনজিরা এবং ঢাকা শহরের দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহে নিম্নচাপ থাকবে বলে তিতাস গ্যাস সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী