January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 11th, 2022, 8:31 pm

ঈদের ছুটিতে ২৪ দিনের জন্য বন্ধ হচ্ছে চবি

ফাইল ছবি

রোজা ও ঈদের ছুটিতে ২৪ দিনের জন্য বন্ধ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ১৭ এপ্রিল থেকে এ ছুটি শুরু হচ্ছে। তবে এসময় আবাসিক হল খোলা থাকবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১১ মে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে আগামী ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। বন্ধের সময়ে আবাসিক হল খোলা থাকবে। বন্ধে শিডিউল শাটল ট্রেন চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস যথারীতি চলবে।

—ইউএনবি