January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 1:39 pm

ঈদের ছুটি শেষে কলেজে ফেরা হল না ইডেনছাত্রী সালমার

অনলাইন ডেস্ক :

ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরেই ব্যাটারিচালিত রিকশা উল্টে প্রাণ গেল ইডেন কলেজের এক শিক্ষার্থীর। উম্মে সালমা নামের ২৪ বছর বয়সী ওই তরুণীর বাড়ি ভোলার চরফ্যাশনের আসলামপুরে। ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন তিনি।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে লঞ্চে করে ঢাকায় ফেরার পর বংশালের নর্থ সাউথ রোডে তিনি দুর্ঘটনায় পড়েন, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

তার সঙ্গে থাকা চাচাতো ভাই মো. হাসান জানান, সালমা ইডেনের বাংলা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন। বুধবার রাতে তারা একসঙ্গেই লঞ্চে করে ঢাকায় ফেরেন।

হাসান বলেন, সদরঘাট নেমে ব্যাটারি চালিত রিকশায় করে ইডেনের হোস্টেলে যাচ্ছিলেন সালমা। বোনকে পৌঁছে দিতে তিনিও সঙ্গে ছিলেন। পথে বংশাল নর্থ সাউথ রোডে তাদের রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে সালমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান জানান, রিকশা থেকে পড়ে তিনিও আঘাত পেয়েছেন। এর মধ্যেই রিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়।