ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার সরকারি অফিসগুলো খুলেছে।
এ বছর সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি পেয়েছেন। ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি।
আজ সকালে বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে কর্মস্থলে ফিরে আসা লোকদের ভিড় দেখা গেছে।
তবে ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।
বৃহস্পতিবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কার্যক্রম শুরু করেছে।
এ বছর মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত ৩ মে হয়েছে।
লাখ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন