ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সব সরকারি অফিস খুলেছে। এ বছর সরকারি কর্মকর্তারা ৮ই জুলাই শুক্রবার থেকে থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত টানা চারদিন ছুটি উপভোগ করেছেন।
তবে, ঢাকায় সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি কম ছিল। কারণ অনেকে বৃহস্পতিবার পর্যন্ত তাদের ছুটি বাড়িয়ে নিয়েছেন । এরপর আবার শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আগামী রবিবার (১৭ জুলাই ) থেকে অফিসে কর্মকর্তাদের উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।
এদিকে মঙ্গলবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও তাদের কার্যক্রম শুরু করেছে।
এ বছর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে ১০ জুলাই।
কয়েক হাজার মানুষ তাদের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত