চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর পরিচালনায় নিয়োজিত পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিন ও বন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।
তাই এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
ছুটি শেষে আজ সোমবার (৩ জুলাই) সকাল থেকে যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
জুলাইয়ের প্রথম ৬ দিনে প্রবাসী আয় ৫২০৯ কোটি টাকা
বৃষ্টি ঝরতে পারে টানা কয়েক দিন
চালের বাজারে কঠোর নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা