ষ্টাফ রির্পোটার :
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন মানুষ। লকডাউনের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় কয়েক দফায় গাড়ি বদলিয়ে গাদাগাদি করে ঢাকায় ফিরছে তারা। এতে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো পরিস্থিতি থাকছে না।
রাজধানীর প্রবেশপথ গাবতলী ও আব্দুল্লাহপুরে ঢাকায় প্রবেশ করা মানুষের সংখ্যা সকাল থেকেই বাড়ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার ভেতরে বাস চলছে। এর ফলে, মানুষ বাসে করে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ঢাকার দিকে আসছেন। বাসে করে ঢাকায় সীমানায় এসে নেমে এরপর হেঁটে ঢুকছেন ঢাকায়। এর ফলে মানুষকে ঢাকা আসতে বাস বদলাতে হচ্ছে কয়েক দফা।
এছাড়াও মাইক্রোবাস, সিএনজি অটোরিকশাসহ নানা উপায়ে ঢাকায় ঢুকছেন অনেকে।
আরও পড়ুন
জাতিকে এগিয়ে নিতে ঈদুল ফিতরের বার্তা ধারণের আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক
ইমামের পাশে উপদেষ্টা আসিফের নামাজ আদায়, জানা গেল কারণ