অনলাইন ডেস্ক :
ফারহান বয়স ২৪ বছর ১১ মাস ২০ দিন। আর দশদিন পর তার জীবনে ঘটবে বিশাল পরিবর্তন। বাস্তব থেকে সে তার কল্পনার জীবনে প্রবেশ করবে। দশদিন পর যখন ২৫ বছর পূর্ণ হবে তখন সে তার দাদির মাধ্যমে ১০ হাজার কোটি টাকার সম্পদের মালিক হবে। ২৫ বছর হবার আগ পর্যন্ত ফারহানকে একজন সাধারণ পরিবারের ছেলের মতোই জীবন যাপন করতে হচ্ছে। কারণ, একটা কন্ডিশন পেপার রেখে তার দাদা মারা গেছে। যেখানে আসলে কি আছে সেটি সবারই অজানা। এমনকি তার দাদিও জানে না। সবাই ধারনা করছে, ২৫ বছর হলে যেহেতু খুলতে হবে তার মানে ফারহান তার দাদার সমস্ত সম্পত্তির মালিক হবে। তারপর ফারহান পৃথিবী ঘুরবে, পারসোনাল জেট থাকবে। মিশর, ইরান, সৌদিতে তার প্রেমিকা থাকবে। ব্রেকফাস্ট করবে একদেশে, লাঞ্চ আরেক দেশে… আরও কত কী। এমনই এক ফ্যান্টাসি ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘নয়া দামান’। রূপক বিন রউফের রচনা-পরিচালনায় এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, সালহা খানম নাদিয়া ও শম্পা রেজা। নির্মাতা জানান, নাটকটি সম্প্রচার হচ্ছে আরটিভির ঈদ আয়োজনে ১৫ জুলাই রাত ৯টা ৩০মিনিট থেকে।
আরও পড়ুন
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী