December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 27th, 2024, 7:16 pm

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খান

নিজস্ব প্রতিবেদক:

ক্যাপ্টেন হিসেবে রাফীকে দারুণ পছন্দ করেছেন নায়ক শাকিব খান। তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি, সঙ্গে সঙ্গে ‘ইয়েস’ বলে দিয়েছেন। শিগগিরই শুরু হবে নতুন সেই সিনেমার শ্যুটিং। বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবেন ঈদে।

নতুন সিনেমার নাম ঠিক হয়নি, তবে চিত্রনাট্যকারকে গল্প বুঝিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফী। এবারও তিনি দায়িত্ব দিয়েছেন ‘তুফান’ ছবির চিত্রনাট্যকার আদনান আদিব খানকে। বড়পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে।

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খান

ছবি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘আমার কাজ সিনেমা বানানো। আমি সিনেমা বানাচ্ছি। তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না। শাকিব ভাই বড় তারকা, তার সঙ্গে ছবি কে না করতে চায়। আমিও করবো।’

একটি সূত্র নিশ্চিত করেছে যে, ঈদুল আজহায় মুক্তি পাবে রাফির নতুন সিনেমা। সেটি হতে যাচ্ছে “তুফান”-এর চেয়ে বড় কাজ। দেশ-বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে ছবিটির সঙ্গে।

অন্যদিকে ‘লায়ন’ ও ‘তুফান-২’ সিনেমার অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে। তবে সেটা কখন, তা বলতে পারছি না। এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতর ঢুকে পড়েছি।’

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খান

ঈদে আসবে রাফীর নতুন সিনেমা, নায়ক শাকিব খানতুফান সিনেমার শুটিংয়ে ফাঁকে অভিনেতা গাজী রাকায়েত, শাকিব খান ও পরিচালক রায়হান রাফি

সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সাইকো-থ্রিলারধর্মী এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন সোনাল চৌহান। এ ছাড়া ছবিতে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী প্রমুখ। শাকিব খানের প্রথম সর্বভারতীয় সিনেমা হলেও ‘দরদ’ খুব একটা সাড়া ফেলতে পারেনি।