ঈদুল আজহা উপলক্ষ্যে স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে গত ৮ ও ৯ জুলাই ৬৫ লাখেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। সোমবার বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, ঈদের আগের দুই দিনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ গ্রাহক রাজধানী ছেড়েছেন।
তিনি মোবাইল অপারেটরদের দেয়া একটি চার্টও শেয়ার করেছেন তার পোস্টে। যাতে দেখা যায় ৮ জুলাই একদিনে মোট ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ জন গ্রাহক এবং ৯ জুলাই একদিনে মোট ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪ জন রাজধানী ছেড়েছেন।
তাদের মধ্যে ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন রবি ব্যবহারকারী, ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন বাংলালিংক ব্যবহারকারী এবং এক লাখ ৬৮ হাজার ৬৩১ জন টেলিটক ব্যবহারকারী।
—-ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার