ষ্টাফ রির্পোটার :
ঈদে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ক্ষতি পোষাতে এই খাতের জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন তারা।
শুক্রবার মহাখালী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি জানান পরিবহন মালিক-শ্রমিকেরা।
কর্মসূচিতে পরিবহন খাত নিয়ে ভাবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।
পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলেন, তারা লকডাউনের বিরোধিতা করছেন না তবে, শ্রমিকেরা কীভাবে চলবেন, কী ধরনের সহায়তা পাবেন, এ ব্যাপারে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা চান। পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেয়ারও দাবি জানান তারা।
আরও পড়ুন
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি-বন্যা-ভূমিধসে অন্তত ১৯৮ জনের প্রাণহানি
সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আ. লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ