অনলাইন ডেস্ক :
পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ ঈদে বাংলাদেশে মুক্তির পাশাপাশি মালয়েশিয়াতেও এক যুগে মুক্তি পাচ্ছে। ঈদের দিন থেকে কুয়ালালামপুরের টিজিভি বুকিট রাজা, রাওয়াঙ, সেরি মঞ্জুং পার্ক, টিজিভি জয়া ও জহরুল বরু সিটি স্কয়ার সিনেপ্লেক্সগুলোতে চলবে সিনেমাটি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কিছুদিনের মধ্যেই ইতালি ও অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে সিনমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনও সিনেমা মালয়েশিয়াতে পরিবেশন করছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘মিশন এক্সট্রিম’ পরিবেশন করেছে। ঈদে বাংলাদেশের সিনেপ্লেক্সসহ ঢাকা-চট্টগ্রাম ও দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে ইতোমধ্যে ‘শান’ সিনেমার মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমাতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই। সিনেমাটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!