পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
দিনাজপুরের বাংলা হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ‘সারাদেশে ঈদে মিলাদুন্নবী যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হচ্ছে। এ কারণে আজ সরকারি ছুটি হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সকাল থেকে এই দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আনা-নেয়া বন্ধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘কাল থেকে যথারীতি এই বন্দর দিয়ে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। বন্ধের এই বিষয়টি বন্দরের আমদানি-রপ্তানিকারক, সি অ্যান্ড এফ এজেন্টসসহ সকল শ্রমিক সংগঠনকে পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, হিলি চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে পাসপোর্টে যাত্রী আসা অব্যাহত আছে। তবে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব
বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতাকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী