অনলাইন ডেস্ক :
রোজার ঈদে ছবি মুক্তির ঘোষণার হিড়িক পড়ে গেছে। এর আগে ‘রাজকুমার’, ‘এশা মার্ডার—কর্মফল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘চক্কর’, ‘ওমর’, ‘নীলচক্র’, ‘মোনা : জ্বীন ২’, ‘পটু’, ‘ডেডবডি’, ‘সোনার চর’-এর নির্মাতারা ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলেন। এবার তালিকায় যুক্ত হলো পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’। গত মঙ্গলবার ছবির পরিচালক কামরুজ্জামান রোমান এই খবর জানান। ছবির নায়িকা পূজা চেরী বলেন, ‘গত বছর ঈদে আমার অভিনীত ‘জ্বীন’ দারুণ ব্যবসা করেছিল। এবারও ব্যতিক্রম হবে না।
‘লিপস্টিক’ ছবিটা সবার ভালো লাগবে, সেই বিশ্বাস আমার আছে।’ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরী একসময় শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখলেও অল্প দিনেই সেই খোলস ভেঙে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১২ সালে মুক্তি পাওয়া শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন পূজা। ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। গত বছর পূজার ‘জ্বিন’ সিনেমা মুক্তি পায়।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই