January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 4th, 2024, 7:51 pm

ঈদে মুক্তি পাচ্ছে ‘মাস্তান’

অনলাইন ডেস্ক :

ঈদে শত শত নাটক নির্মাণ হয় বটে, কিন্তু চিত্রনাট্যে থাকে না রমজান কিংবা কোরবানের ছায়া। সারা বছরের মতো ঈদেও নাটকের গল্পে প্রেম-বিরহ আর ঠাট্টা-তামাশার বাড়াবাড়ি লক্ষ্য করা যায়। দর্শকদের এমন অভিযোগ কিংবা আকাক্সক্ষার কথা বিবেচনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। প্রতিষ্ঠানটির ব্যানারে কোরবানের ঈদে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘মাস্তান’। যার নাম ভূমিকায় থাকছে খোদ একটি গরু! যার জন্য শুটিংয়ে অঝোরে কেঁদেছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান।

তার সঙ্গে এতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। নির্মাতা বলেন, ‘এটিও প্রেমেরই নাটক। যে প্রেমে মা আছে, প্রেমিকাও আছে। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। কোরবানের ঈদের রেশ রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদের প্রথম দিন থেকে সপ্তাহজুড়ে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এক ডজন ঈদ বিশেষ নাটক ও ওয়েব সিনেমা। যার মধ্যে অন্যতম তালিকায় আছে মাস্তান।