January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 2nd, 2022, 7:34 pm

ঈদে হাউজফুলে বর্ণিল আয়োজন

অনলাইন ডেস্ক :

দর্শকদের বিনোদন দিতে হাজির হাউজফুল। নতুন ইউটিউব চ্যানেল। ঈদ উপলক্ষে টিভি ও ইউটিউব চ্যানেলগুলো বৈচিত্রময় আয়োজন দিয়ে বর্ণিল সাজে সেজেছে। এ সময় হাউজফুলও হাজির নানা আয়োজন নিয়ে। জানা গেল, হাউজফুল থেকে প্রচার হবে বিকাশ নিবেদিত ৫টি শর্টফিল্ম ও ও দুটি নাটক। তারমধ্যে ৫টি শর্টফিল্ম নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্না। এগুলোর নাম ‘আড্ডা’, ‘প্রাঙ্ক’, ‘লেখক’, ‘দ্যা লাস্ট হোপ’ এবং ‘এঙ্গেজমেন্ট’। এগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজলসহ অনেক তারকাশিল্পী। থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ঝিলমিল’ নামের নাটক। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। এই আয়োজনে রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ‘সিরিয়াস কোনো ব্যাপার না’ নামের নাটকটি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও লাক্স তারকা টয়া। ‘হাউজফুল’র কর্ণধার সাজু মুনতাসির বলেন, ‘আমরা আনন্দিত যে ঈদের বিনোদন আয়োজনে সামিল হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমার নির্মাতা ও প্রতিটি কাজের শিল্পী-কলাকুশলীদের। নানা শ্রেণি ও বয়সের দর্শকের টেস্টের প্রতি গুরুত্ব দিয়ে কিছু কাজ আমরা তৈরি করেছি। আমার বিশ্বাস মাবরুর রশিদ বান্না পরিচালিত চল্লিশ মিনিটে পাচটি শর্টফিল্ম ও রিংকু এবং হিমির নাটক দুটি সবার ভালো লাগবে।’