January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:00 pm

ঈদে ৬ দিন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এসময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড-আনলোডের কাজ স্বাভাবিক চলবে।

এছাড়া এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী মো. সাহাবুদ্দিন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামি ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

—–ইউএনবি