ঈদুল ফিতরকে সামনে রেখে গত চার দিনে বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৭৩ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি মোবাইল অপারেটরদের একটি চার্ট শেয়ার করেছেন যাতে দেখা যায় ২৯ এপ্রিল ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ মোবাইল সিম গ্রাহক এবং ৩০ এপ্রিল ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন রাজধানী ছেড়েছেন।
তাদের মধ্যে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ রবি সিম ব্যবহারকারী, ১১ লাখ ২৪ হাজার ৭৩২ জন বাংলালিংক ব্যবহারকারী এবং এক লাখ ৪৬ হাজার আট জন টেলিটক ব্যবহারকারী।
মোস্তাফা জব্বার বলেন, আগের দুই দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন