ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে এনামুল হকের(৩১) গোয়াল ঘর থেকে সৃষ্ট আগুনে দুইটি গরু, ধান, চাল ও হাঁস মুরগি পুড়ে প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এনামুল হক জানান, ঢাকায় গাড়ি চালিয়ে কষ্টার্জিত অর্থে গবাদি পশু লালন পালনের মাধ্যমে সুখের সংসার রচনা করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন গভীর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী