December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 26th, 2024, 8:01 pm

ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ’র সহোদর ভাই আব্দুল জব্বার সহ এলাকার প্রায় ১০/১৫ জন ভুক্তভোগী উপস্থিত হয়ে এধরণের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলায় আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী গ্রামের ভুক্তভোগী আব্দুল জব্বার (৫৬), ইসলাম উদ্দিন (৫৩), রুহুল আমিন (৫৫), আবুল হোসেন (৩৫), জুয়েল মিয়া (২৫) জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ ও তার ছেলে মোস্তাফিজুর রহমান রাসেল (৪০), মেহেদী হাসান রুবেল (৩৭), রিফাত হাসান বাবুল (৩৪) ও তানভীর হাসান সাগর (২৩) পিতার পুলিশী প্রভাব কাটিয়ে সশস্ত্র অবস্থায় সহোদর ভাই আব্দুল জব্বারের ১০ শতক, ইসলাম উদ্দিনের ৪০শতক, রুহুল আমিনের সাড়ে ১৭ শতক জমি জোর পূর্বক দখল করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা আরো জানান, জমি দখল করেই ক্ষান্ত হন নাই। বিভিন্ন সময় হামলা ভাংচুর লুটপাট, জবর দখল, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সর্বশেষ গত ১৮ নভেম্বর ইসলাম উদ্দিনকে এক নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জবর দখলকৃত সম্পত্তি উদ্ধারের ব্যপারে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। উপরোন্ত অভিযোগকারীরা তার সম্পত্তি জোর দখল করে নিয়ে গেছে। সরেজমিনে তদন্তের দাবী জানান।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।