January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 6:03 pm

ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

সাইফুল ইসলাম তালুকদার :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের বড়হিত গ্রামে এ ঘটনা ঘটে । নিহত গৃহবধু শরিফা আক্তার বেলী (৩৫) ওই গ্রামের আলমগীর মাসুদের স্ত্রী।
নিহত গৃহবধুর পিতা ময়মনসিংহ সদর মহজমপুর গ্রামের আবুল কাসেম (৬৪) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মেয়ে শরিফা আক্তার ছোট কাল থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। বড়হিত গ্রামে আলমগীর মাসুদদের সাথে বিয়ের পরও মৃগী রোগে ভোগছিল। সংসার জীবনে রান্না বান্না ও গোছলের সময় মৃগী রোগের আশংখায় স্বামী অথবা পরিবারের কোন সদস্যের সহায়তা নিত। ঘটনার দিন ভোর ৫টার দিকে একা পুকুরে হাতমুখ ধুতে গেলে মৃগী রোগে পানিতে পড়ে ডুবে যায়। সাড়ে ৬টার দিকে গৃহবধুর লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন পুকুর থেকে মরহেদ উদ্ধার করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলেও আইনি জটিলতা এড়াতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।