January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 3:57 pm

ঈশ্বরগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় নিন্ম আয়ের মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান,কাউন্সিলর আব্দুল মোতালেব, ট্রেড লাইসেন্স পরিদর্শক ভাররাপ্ত নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আহবায়ক তরিকুল ইসলাম বাবুল প্রমুখ।
এসময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, বর্তমান বিশ্ব যখন খাদ্য নিরাপত্তা সংকটে ভোগছে ঠিক সেই মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে বিনা মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পাশে দাঁড়িয়েছেন। ঈদ উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌর সভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ ২১ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে তিনি জানান।