জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনায় একটি ভাড়া বাসা থেকে সোনিয়া খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় একটি বাড়ির দোতলার বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী রুবেল পলাতক রয়েছে। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিন্হ রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা