January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 29th, 2022, 7:57 pm

উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ স্কোয়াড গড়ার অভিযানে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ভারত সফরের দল থেকে অনেক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার রাতে ১৩ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকে অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে আগেই। কাইরন পোলার্ড অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। গত ফেব্রুয়ারিতে ভারত সফরের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন; ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, শেলডন কটরেল ও শেই হোপ। সেই দলে থাকা ডমিনিক ড্রেকস এবার আছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। দলে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়, অলরাউন্ডার কিমো পল ও কিপার-ব্যাটসম্যান ডেভন টমাস। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলা রভম্যান পাওয়েলকে করা হয়েছে সহ-অধিনায়ক। একই দিন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও ১৩ সদস্যের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। এখন পর্যন্ত তিনি খেলেছেন একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি। ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সাদা বলে সিরিজ খেলেছিল পাকিস্তান সফরে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হেরেছিল ৩-০ ব্যবধানে। ওই সিরিজে রানের জন্য সংগ্রাম করলেও দলে টিকে গেছেন ব্রান্ডন কিং। বাদ পড়েছেন এনক্রুমা বনার, শার্মন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ তে। সাদা বলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মাঠটিতে এই সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ৭ জুলাই সিরিজের শেষ টি-টোয়েন্টি গায়ানার জাতীয় স্টেডিয়ামে। একই মাঠে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডমিনিক ড্রেকস (রিজার্ভ খেলোয়াড়)।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড (রিজার্ভ খেলোয়াড়)।