কক্সবাজারের উখিয়ার বালুখালী ময়নারঘোনার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর এক হেড মাঝিকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের মোহাম্মদ মিয়ার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে কয়েকজন দুর্বৃত্ত হেড মাঝি মোহাম্মদ হোসেনকে গুলি করে। এসময় তিনটি গুলি করা হয় তাকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা