January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 23rd, 2022, 2:09 pm

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, বালু ভর্তি টেকনাফমুখী পিকআপের সাথে উখিয়ামুখী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

—ইউএনবি