January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 7:13 pm

উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা, আটক ২

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে দু’জন নিহত হয়েছেন। বুধবার দিবারাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিইআজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহতরা হলেন-আয়াত উল্লাহ (৪০) ইয়াছিন (৩০)। দু’জনেই উখিয়ার ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি জানান, বুধবার মধ্যরাতে কিছু অস্ত্রধারী ইরানী পাহাড় ক্যাম্পে গুলি চালায়। এসময় তাদের গুলিতে ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং আয়াত উল্লাহকে ক্যাম্পের এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ১৪ এপিবিএন কাজ করছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি