দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির আসরের উদ্বোধনী ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে দুই লোনা সহ ৪২-২২ পয়েন্টে পরাজিত করে জয়ে পথচলা শুরু করে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরুতে কিছুটা রক্ষণাত্মক থাকলেও বাংলাদেশের তুখোড় ডিফেন্ডার স্মৃতি আক্তার ছিলেন পুরো ম্যাচজুড়ে আলাদা দৃঢ়তায়। গুরুত্বপূর্ণ মুহূর্তে রেইডে গিয়ে দলের জন্য মূল্যবান পয়েন্ট এনে জয়ে বড় অবদান রাখেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উগান্ডা শারীরিক সক্ষমতায় স্বাগতিকদের চেয়ে এগিয়ে থাকলেও অভিজ্ঞতা ও ট্যাকটিকসে পিছিয়ে ছিল। তবুও প্রথমার্ধে আফ্রিকান দলটিকে খুব বেশি পিছিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার সময় স্কোর ছিল মাত্র ১৪-১২।
বিরতির পরও লড়াইয়ে টিকে ছিল উগান্ডা। এমনকি এক পর্যায়ে বাংলাদেশের অর্ধে কেবল স্মৃতি আক্তারই বাকি ছিলেন এবং স্কোরও ছিল সমান। এরপর ডু-অর-ডাই পরিস্থিতিতে দুইজনকে আউট করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন স্মৃতি। সেই মুহূর্ত থেকেই ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। দ্বিতীয়ার্ধে দুইবার উগান্ডাকে অলআউট করে ব্যবধান বড় করে ফেলে স্বাগতিকরা। যেখানে বাংলাদেশ পেয়েছে ২৮ পয়েন্ট, সেখানে উগান্ডার প্রাপ্তি মাত্র ১০।
ম্যাচসেরা স্মৃতি আক্তার খেল শেষে বলেন, শুরুতে কিছুটা চাপ ছিল, কারণ ওদের সঙ্গে আমরা আগে কখনো খেলিনি। শুরুতে বুঝে নিতে একটু সময় লেগেছে। পরে আমরা নিজেদের ছন্দে ফিরে দারুণ খেলেছি। জয় পেয়ে খুব ভালো লাগছে। প্রথম ম্যাচ জেতার পর এখন লক্ষ্য বাকি ম্যাচগুলোও জেতা। প্রথমবার বিশ্বকাপে খেলছি, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি—এটাই বড় আনন্দ। সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশের জন্য পদক জিততে।
এনএনবাংলা/

আরও পড়ুন
সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সাধারণ বীমার দাপুটে জয় বাংলাদেশ বয়েজকে ২–০ গোলে হারিয়ে শক্তিশালী সূচনা
ধানমন্ডি ৩২- এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন
ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা